ইসলামি পর্যটন বিকাশে প্রস্তুত ইরানের ফার্স প্রদেশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২১

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের সাংষ্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তর প্রদেশজুড়ে ধর্মীয় পর্যটনের বিকাশ ঘটাতে চায়। এলক্ষ্যে কাজ শুরু করেছে প্রদেশের পর্যটন দপ্তর।
বুধবার ফার্সের প্রাদেশিক পর্যটন প্রধান হাদি শাহদুস্ত শিরাজি বলেন, ফার্স প্রদেশজুড়ে আমরা ধর্মীয় পর্যটনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে চাই। কেননা, ফার্স হচ্ছে অসংখ্য মাজার, মসজিদ, ধর্মতাত্ত্বিক মাদ্রাসা এবং অন্যান্য আধ্যাত্মিক কেন্দ্রের স্থল। খবর সিএইচটিএন এর।
শিরাজি বলেন, ইসলামি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, যাদের বিদেশি ভাষায় বাকপটুতা রয়েছে তারা ইসলামি পর্যটনের প্রসারে কাজ করবে। এসব শিক্ষার্থী ঐতিহাসিক ভবনগুলোতে আসা দর্শনার্থীদের সামনে ইরানি-ইসলামি সংস্কৃতির পরিচয় তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
ইরানি এই কর্মকর্তা আরও বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন দপ্তরের তত্বাবধানে ট্যুর গাইড হিসেবে কাজ করার জন্য প্রথমে প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে হবে। সূত্র: তেহরান টাইমস।