শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসলামি দেশগুলোর মধ্যে পেটেন্ট প্রকাশে দ্বিতীয় ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ 

news-image
ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন ডেটাবেজ (আইএসসি) এর তথ্যমতে, ইসলামি দেশগুলির মধ্যে বৈজ্ঞানিক প্রকাশনার পেটেন্ট উদ্ধৃতির সংখ্যার দিক থেকে ইরান দ্বিতীয় স্থানে রয়েছে।
বৈজ্ঞানিক প্রভাব প্রায়ই উদ্ধৃতি গণনা ব্যবহার করে পরিমাপ করা হয়। এটি সায়েন্টমেট্রিক গবেষণায় সাধারণ কিছু, তবে প্রযুক্তিগত পরিবেশে এই উদ্ধৃতিগুলিকে প্রযুক্তির ওপর বিজ্ঞানের প্রভাব হিসেবে বিবেচনা করা হয়। আইআরআইবি আইএসসি-র প্রধান আহমেদ ফাজেলজাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
তিনি বলেন, এই সূচকটি বৈজ্ঞানিক গবেষণার অর্জন এবং ফলাফলের ওপর ভিত্তি করে কতটা প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন সম্ভব হয়েছে তা তুলে ধরে।
তিনি আরও বলেন, “২০২২ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছরের মধ্যে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়নেরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
মোট ৯৯ মিলিয়ন নথির মধ্যে ১৩ লাখ ৪১ হাজার ৭৩২টি পেটেন্টে উদ্ধৃত করা হয়েছে। একই সময়ের মধ্যে ইরানি সংস্থাগুলির সাথে যুক্ত ৭ লাখ ৫২ হাজার ৪২১টি বৈজ্ঞানিক নথি প্রকাশিত হয়েছে।’’ সূত্র: তেহরান টাইমস