বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসলামি চলচ্চিত্র নির্মাণের পথ সুগমের আহ্বান নির্মাতা মাজিদির

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২১ 

news-image

‘মুহাম্মাদ, দ্যা ম্যাসেঞ্জার অব গড’ চলচ্চিত্রের নির্মাতা ইরানি চলচ্চিত্রকার মজিদ মাজিদি ইসলামি চলচ্চিত্র নির্মাণের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসাথে বিশ্ববাসীর কাছে ইসলামের বাস্তবিক ও সঠিক অন্তর্দৃষ্টি তুলে ধরার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান।

সোমবার মোর্নিং অ্যাট হোম শর্ট ফিল্ম ফেস্টিভালের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান এই কিংবদন্তি চলচ্চিত্রকার। চলচ্চিত্র উৎসবটির নতুন নাম দেওয়া হয়েছে ‘টেন্থ ইমেইজ শর্ট ফিল্ম ফেস্টিভাল’।

রাহে ইমান চ্যারিটি অরগানাইজেশনের উদ্যোগে ২০২০ সাল থেকে চলচ্চিত্র উৎসবটি যাত্রা শুরু করে। করোনা মহামারির কারণে এবারের আসরে মুহাররমের শোক পালনের সময় লোকজনকে বাড়িতে থাকতে উৎসাহ দেওয়া হয়েছে।

মাজিদি বলেন, বছরের পর বছর ধরে আমাদের আলেমরা বড় বড় সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্পীদের সমর্থন করেন না। অথবা যদিও তাদের কোনো সমর্থন থেকে থাকে তা পর্যাপ্ত নয়। একটি পরিকল্পনা ব্যর্থ করা সহজ। কিন্তু বিধিনিষেধ তুলে নেওয়াই হবে সঠিক কাজ। আধুনিক বিশ্বে বিষয়টি বিবেচনায় আনার জন্য আলেম-উলামাদের প্রতি অনুরোধ জানান প্রখ্যাত এই চলচ্চিত্রকার।সূত্র: তেহরান টাইমস।