বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসরায়েল সরকার শুধু শক্তির ভাষা বোঝে বললেন খামেনেয়ী

পোস্ট হয়েছে: মে ১৯, ২০২০ 

news-image

টুইটারে আল-কুদস দিবসের বার্তা দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনেয়ী বলেছেন এটা প্রমাণিত যে ইসরায়েল শুধু শক্তিকে পাত্তা দেয়। ইসরায়েলি সরকার কোনো আন্তর্জাতিক চুক্তিকে সন্মান করতে জানে না। কিন্ত প্রতিরোধের ভাষা বোঝে। কোনো চুক্তিকে মেনে চলে না শুধু শক্তির ভাষাকে তারা উপলব্ধি করে। ইসরায়েল ন্যাশনাল নিউজ

 আল-কুদস দিবসটি ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে পালন করে আসছে। বিশ্বজুড়ে এ দিবসটি ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে প্রচারণায় ব্যবহৃত হয়। তবে করোনাভাইরাসের কারণে ইরানে এবার আল-কুদস দিবসে কোনো সমাবেশ বা র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে না।

 টুইটারে খামেনেয়ী আরো বলেন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জাতির ভাষা ও শক্তি এবং ইসলামি জাতিগুলোর আন্তর্জাতিক শক্তির ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে লাভ নেই।

 এর আগেও খামেনেয়ী ইসরায়েলকে ‘ক্যান্সার’এর সঙ্গে তুলনা করেছেন এবং তেলআবিবকে ধূলিসাত্মের হুমকি দিয়েছেন। গত নভেম্বরে খামেনেয়ী বলেন তার দেশ ইহুদি বিরোধী নয় ইসরায়েলি শাসকদের বিরুদ্ধে। তিনি ইসরায়েল আরোপিত রাষ্ট্র বলেও উল্লেখ করেন।