মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধের আহ্বান জানালেন ইরানের খতিব

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২৩ 

news-image

ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে, তারা গোটা বিশ্বেই পরিবর্তন আনছে। এই ফ্রন্টের ঝাণ্ডা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর হাতে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। তিনি ফিলিস্তিনিদের সমর্থনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ইসরাইলের বিরুদ্ধে আলজেরিয়ার সংসদে বিল পাসের প্রশংসা করেন।

ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্ধৃত করে কাজেম সিদ্দিকি বলেন, যেসব মুসলিম দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক করেছে তাদের সবার উচিত সম্পর্ক ছিন্ন করা, দখলদার সরকারের রাষ্ট্রদূতদের বহিষ্কার করা এবং ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করা।

পবিত্র কুরআনে মুসলিম সংগ্রামীদের পক্ষে যেসব আয়াত রয়েছে সেগুলোর প্রতি নজর দেওয়ার আহ্বান জানান আজকের খতিব। তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহকে গাজার মজলুম মানুষের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিতে হবে। পার্সটুডে/