বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসফাহান চলচ্চিত্র উৎসবে শিশুদের জনপ্রিয় চলচ্চিত্রের প্রাধান্য

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০১৯ 

news-image

ইরানের ইসফাহানে ৩২তম আন্তর্জাতিক শিশু ও যুব চলচ্চিত্র উৎসবে শিশুদের নিয়ে তৈরি চলচ্চিত্র প্রাধান্য পাচ্ছে। আমির নাদেরির হারমোনিকা’, আব্বাস কিয়ারোস্তামির হোয়ার ইজ ফ্রেন্ডস হোম’, আলী রেজা দাউদনেজাদের নিয়াজ’, আলী আকবার সাদেকির টেলস অব দি শাহনাম’, মারজিয়ে বোরামান্দের দি সিটি অব মাইচ’, মোহাম্মদরেজা হোনারমান্দের থিফ অব ডলস’, মাসুদ কেরামাতির পাটাল এন্ড লিটিল ড্রিমস’ মত নন্দিত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হচ্ছে। ইসফাহানের চারবা সিনেমা কমপ্লেক্স ও চেহেল সোতুন হলে চলচ্চিত্রগুলো দেখতে দর্শণার্থীরা গভীর আগ্রহ দেখিয়েছেন।

এছাড়া চলচ্চিত্র উৎসবে ইরাজ থামাসের ওয়ান্স আপন এ টাইম’ ও কোলা-কারমেজি’, কিউমারস পুরাহমাদের লং লস্ট সিস্টারসকামবোজিয়া পারতোভির দি সিংগিং ক্যাট’ স্মরণীয় চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে পারদিস হোনার হলে। গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এ উৎসব আগামী ২৬ আগস্ট পর্ন্ত চলবে। মেহর নিউজ।