ইসফাহানে সমবেত হবেন বিশ্বের ১০০ জন পর্যটন বিশেষজ্ঞ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫
অর্ধেক বিশ্বের ১০০ জন পর্যটন বিশেষজ্ঞকে নিয়ে ‘হানড্রেড ট্যুর অপারেটর ইন হাফ অব দ্য ওয়াল্ড’ শীর্ষক একটি বড় আন্তর্জাতিক পর্যটন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ইরানের ঐতিহাসিক শহর ইসফাহান। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যটন ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, পাঁচ দিনের এই অনুষ্ঠানে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে পর্যটন ব্যবস্থাপক, ট্যুর গাইড এবং ভ্রমণকারীরা সমবেত হবেন। এটি ইসফাহানের বৈশ্বিক পর্যটন গন্তব্যস্থল হিসেবে মর্যাদা আরও দৃঢ় করবে বলে জানান তারা।
বুধবার ইসফাহান প্রদেশের পর্যটন প্রধান আমির করমজাদে জানান, বৃহৎ পরিসরে এই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ইসফাহান চেম্বার অব কমার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা বলেন, চোগান ফেডারেশনের সহযোগিতায় ইউনেস্কো-স্বীকৃত বিশ্ব ঐতিহ্য নকশ-ই জাহান স্কোয়ারে চোগান (পোলো) ম্যাচ সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, রোমানিয়া, ভারত, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, থাইল্যান্ড, ইরাক, মালয়েশিয়া, তুরস্ক এবং চীন সহ অন্যান্য দেশের পর্যটন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।
করমজাদে বলেন, অনুষ্ঠানের লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা জোরদার করার পাশাপাশি ইসফাহানের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক আকর্ষণগুলি তুলে ধরা। সূত্র: তেহরান টাইমস