বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসফাহানে বিজ্ঞান পার্কের ওপর আন্তর্জাতিক সম্মেলন

পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০১৮ 

news-image

বিজ্ঞান পার্ক ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রের ওপর ইরানে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সাইন্স পার্কস অ্যান্ড এরিয়া অব ইনোভেশন তথা আইএএসপি শীর্ষক এই সম্মেলন আগামী ২ সেপ্টেম্বর দেশটির ইসফাহান শহরে শুরু হবে। আন্তর্জাতিক সম্মেলনটির এবারের ৩৫তম পর্ব শেষ হবে ৫ সেপ্টেম্বর।

আইএএসপি’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ৫০শ বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। ইরানে প্রথম বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগের পর্ব অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তান্বুলে।

বিজ্ঞান পার্ক ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে সম্মেলনের এবারের আসরের আয়োজন করছে ইসফাহান সাইন্স অ্যান্ড টেকনোলজি টাউন (আইএসটিটি)।

উল্লেখ্য, ইরানের প্রথম সারির সর্বাপেক্ষা সফল সাইন্স টাউনগুলির মধ্যে আইএসটিটি অন্যতম।

সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যমতে, সম্মেলনটি বিভিন্ন পর্বে ভাগ করা হবে। এতে বিশেষ কিছু বিষয় এবং গতিশীল জ্ঞান বিনিময় উৎসাহিত করতে অধিকতর উদ্ভাবনি কাঠামোর ওপর ঐতিহ্যগত প্লেনারি সেশন ও প্যারালাল সেশন উভয় পর্বই থাকছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।