বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসফাহানে আন্তর্জাতিক সেনা গেমস শুরু

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২১ 

news-image

ইরানের ইসফাহান প্রদেশের শাহিনশাহরে আন্তর্জাতিক সেনা গেমস শুরু হয়েছে। রোববার ইরান, রাশিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের চার দলের অংশগ্রহণে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ষষ্ঠ পর্ব শুরু হয়।

রুশ কর্তৃক প্রবর্তিত এই আন্তর্জাতিক সেনা গেমের উদ্বোধনীতে ইরানের সেনাবাহিনীর ডিপুটি কমান্ডার ফর কোরডিনেটিং দ্যা অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফাল্লাহ বলেন, এই গেমস আয়োজনের উদ্দেশ্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শান্তি, বন্ধুত্বের প্রসার ঘটানো ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়া জোরদার করা।

ইসফাহানে আয়োজিত এই গেমসে রুশ প্রতিনিধি বলেন, সামরিক সক্ষমতার আধুনিকীকরণ ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং অস্ত্র মেরামত ইউনিটের প্রস্তুতির জন্য এই সেনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সেনা গেমস চলবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।