ইসফাহানের পর্যটন কেন্দ্রগুলো পুনরায় খুলে দেয়া হলো
পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২১

নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৪৫ দিন বন্ধ রাখার পর পুনরায় জনসাধারণের জন্য খুলে দেয়া হলো ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের জাদঘুর ও অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান।
প্রাদেশিক পর্যটন প্রধান ফেরেইদুন আল্লাহিয়ার জানান, গত নভেম্বরের শেষের দিকে কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ শুরু হওয়ায় পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্ববধানে থাকা দেশ জুড়ে পাঁচ শতাধিক ঐতিহাসিক স্থান, পর্যটন আকর্ষণ ও জাদঘুর একসাথে লকডাউন করা হয।
রোববার তিনি বলেন, দেশে করোনা ভাইরাস লকডাউন পদক্ষেপ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। সে অনুযায়ী পর্যটন কেন্দ্রগুলো করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জাতীয় সদরদপ্তরের সিদ্ধান্ত মেনে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। সূত্র: তেহরান টাইমস।