ইসচিয়া গ্লোবাল উৎসবে ইরানের ‘সান অব ম্যান’
পোস্ট হয়েছে: মে ১১, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/05/4146723.jpg)
ইরানি চলচ্চিত্র নির্মাতা সেপিদেহ মীর হোসেইনির ইরানি চলচ্চিত্র ‘সান অব ম্যান’ ইতালির ইসচিয়া গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল বিভাগে দেখানো হবে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ভাহিদ দালিলি’র দালিলি গ্রুপ। সিনেমায় আজার নামের এক প্রধান চরিত্রের গল্প তুলে ধরা হয়েছে। সে বিবাহবিচ্ছেদের পরে একটি কন্যা সন্তানের জন্ম দেয়, নাম তার অর্মিতা। সুপরিচিত অভিনেতাদের অংশগ্রহণে ১০ থেকে ১৭ জুলাই ইসচিয়া গ্লোবাল চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। বেহনাম শরাফি, মজিদ পোটকি, পারিয়া মারদানিয়ান এবং হাদি ইফতেখারজাদে ছবিটিতে অভিনয় করেছেন। সূত্র: মেহর নিউজ।