বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইলেকট্রনিক্স সুরক্ষা ডিভাইসের আওতায় ইরানের বিশ্ব ঐতিহ্য চোগা জানবিল

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২১ 

news-image

ইরানে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান চোগা জানবিলে বসানো হয়েছে ইলেকট্রনিক্স সুরক্ষা ডিভাইস ও নজরদারি ক্যামেরা। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির পুরো এলাকা এই নজরদারির আওতায় আনা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক একটি ধ্বংসাবশেষ। প্রাচীন মেসোপটেমিয়ার ধাপওয়ালা পিরামিড আকৃতির এই মন্দিরের শীর্ষে নির্মিত হতো উপাসনাগার। চোগা জানবিল দক্ষিণ পশ্চিম ইরানের একটি শীর্ষ পর্যটন গন্তব্য।

মঙ্গলবার বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির পরিচালক আতেফেহ রাশনোয়েই বলেন, পুরো এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা এমনভাবে বসানো হয়েছে যে, ইউনেসকো স্বীকৃত স্থানটির কোনো স্থান নজরদারির বাইরে নেই। খবর সিএইচটিএন এর।

তিনি বলেন, বাহ্যিক সুরক্ষা ও মানব সম্পদের বিকল্প হিসেবে ইলেকট্রনিক্স সুরক্ষা সরঞ্জাম বসানো হয়নি। বরং এর উদ্দেশ্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির সুরক্ষা আরও জোরদার করা।

চোগা জানবিল হচ্ছে তিন হাজার বছরের প্রাচীন উপাসনালয়। সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী এ উপাসনালয়ের তলদেশে রয়েছে বেশ কিছু প্রাচীন সমাধি। মনে করা হয় এতে ইলামী রাজ বংশের রাজা বাদশারা সমাহিত রয়েছেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এ স্থানটি পরিদর্শনের জন্য ইরান ভ্রমণে আসেন। সূত্র: তেহরান টাইমস