ইরান ৫ বছরে বিদেশি পর্যটক পেয়েছে ২ কোটি, আয় ৩২ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/04/13_tourists.jpg)
গত ৫ বছরে ২ কোটি বিদেশি পর্যটক ইরান সফর করেছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় আসার পর এসব বিদেশি পর্যটক ইরান সফর করেছে এবং এধরনের পর্যটকদের ইরান সফরের আগ্রহ বেশ বৃদ্ধি পাচ্ছে। দেশটির সংস্কৃতি, ঐতিহ্য, কুটিরশিল্প ও পর্যটন সংস্থার কর্মকর্তা মোরতেজা রাহমানি মোভাহেদ বলেছেন, ২ কোটি বিদেশি পর্যটক ইরান সফরের ফলে দেশটির আয় হয়েছে ৩২ বিলিয়ন মার্কিন ডলার।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার রিপোর্ট অনুযায়ী পশ্চিম এশিয়ার পর্যটকরা গড়ে ১৫ থেকে প্রায় ১৮’শ ডলার ব্যয় করে থাকে। তবে গত বছর ৫৫ লাখ বিদেশি পর্যটক ইরান সফর করেছে।
সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন