ইরান ১৫টি দেশে লিফট, এসকেলেটর পণ্য রপ্তানি করছে
পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২৩

ইরান চেম্বার অফ কোঅপারেটিভস (আইসিসি) এর প্রধান বলেছেন, দেশটি বর্তমানে বিশ্বের ১৫ টিরও বেশি দেশে লিফট এবং এসকেলেটর যন্ত্রাংশ এবং সরঞ্জাম রপ্তানি করছে। আইআরআইবি এই খবর জানিয়েছে।
তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলার মাঠে শুক্রবার শুরু হওয়া এলিভেটর, এসকেলেটর, কনভেয়র, উপাদান এবং আনুষাঙ্গিক পণ্যের ১১তম আন্তর্জাতিক প্রদর্শনীর ফাঁকে বক্তৃতাকালে বাহমান আবদুল্লাহি এই তথ্য জানান।
তিনি বলেন, লিফট শিল্পে গৃহীত ব্যবস্থা বিবেচনা করে এখান থেকে পণ্য রপ্তানি করা হচ্ছে। আগামী দুই-তিন বছরে এই শিল্প আমদানিকে ছাড়িয়ে যাবে।
আবদুল্লাহি বলেন, লিফট এবং এসকেলেটর শিল্প দেশের নির্মাণ শিল্পে একটি অগ্রগামী খাত এবং পরিমাণ ও মানের দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি জানান, বর্তমানে লিফট ও এসকেলেটরে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ৯৫ শতাংশই দেশের অভ্যন্তরে তৈরি করা হয় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির মাত্র পাঁচ শতাংশ আমদানি করা হয়। সূত্র: তেহরান টাইমস