ইরান সেইবার দল বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছে
পোস্ট হয়েছে: মে ১৬, ২০২৩

স্পেনের মাদ্রিদে চলমান ২০২৩ বিশ্বকাপে ইরানের পুরুষদের সেইবার জাতীয় দল ব্রোঞ্জ পদক জিতেছে।টিম মেল্লি ব্রোঞ্জ পদকের ম্যাচে ইতালিকে ৪৫/৩৭ হারিয়েছে।
ইরান চিলির বিপক্ষে ৪৫-৩৪ জয়ের মাধ্যমে মর্যাদাপূর্ণ অভিযান শুরু করে। এরপর কানাডাকে ৪৫/৪৪ এবং জর্জিয়াকে ৪৫/৪৪ ব্যবধানে হারায়।
সেমিফাইনালে ইরান যুক্তরাষ্ট্রের কাছে ৪৫/২৪ হেরেছে। প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধিত্ব করেন আলী পাকদামান, মোহাম্মদ ফোতুহি, ফরজাদ বাহের এবং মোহাম্মদ রাহবারি। সূত্র: তেহরান টাইমস।