ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষার জুনিয়র ও উচ্চতর ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রম শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষার জুনিয়র ও উচ্চতর ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। প্রতিটি কোর্সের মেয়াদ ৬ মাস। জুনিয়র কোর্সে সপ্তাহে ২টি করে এবং উচ্চতর ডিপ্লোমায় সপ্তাহে ১টি করে ক্লাস হবে। জুনিয়র কোর্সটি সবার জন্য উন্মুক্ত। উচ্চতর ডিপ্লোমায় ভর্তি হতে ইচ্ছুকদের অবশ্যই ন্যুনতম ফারসি ভাষার সিনিয়র কোর্স সম্পন্নকারী হতে হবে, তবে ডিপ্লোমা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ক্লাসের সময় ও শুরুর তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
জুনিয়র কোর্স ভর্তি ফি: ১২০০ টাকা; ৬০০ টাকা (শিক্ষার্থীদের জন্য)
উচ্চতর ডিপ্লোমা কোর্স ভর্তি ফি: ১৫০০ টাকা; ৭৫০ টাকা (শিক্ষার্থীদের জন্য)
রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয়: ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও স্টুডেন্ট আইডি (শিক্ষার্থীদের ক্ষেত্রে)-র ফটোকপি
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ
ইরান সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি# ৭, রোড# ১১ (পুরাতন ৩২ )ধানমন্ডি, ঢাকা ।
মেইল: dhaka.icro@gmail.com ফোন: ০১৮৬৪-০০০১৬০ অথবা ০২-৪১০২০৪২১-২৪।