ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে
পোস্ট হয়েছে: জুন ২১, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/06/4by39aa1362b541weu8_800C450.jpg)
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষা কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ জুলাই ২০২২ থেকে সিনিয়র ও জুনিয়র কোর্সের ক্লাস শরু হবে।বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত এসব ফারসি ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশনের জন্য নিম্নের নম্বরে যোগাযোগ করতে হবে।
০২-৪১০২০৪২১,৪১০২০৪২২,৪১০২০৪২৩,৪১০২০৪২৪
সরাসরি যোগাযোগের ঠিকানা: ইরান সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি নং– ৭, রোড নং– ১১ (পুরাতন ৩২ )ধানমন্ডি আ/এ, ঢাকা ।
ই-মেইল: [email protected]