ইরান সাংস্কৃতিক কেন্দ্রে বিদায়ী সংবর্ধনা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২০

ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের ডেপুটি কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ মাহদী হোসেইনী ফায়েকের আজ সকালে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ড. মাহদী ইরান সাংস্কৃতিক কেন্দ্রে দুই বছর দায়িত্ব পালন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ২০২০ ইরানে ফিরে যাবেন।
বিদায় অনুষ্ঠানে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত বলেন, যাঁরা দেশের বাইরে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেন তাঁদের একটি সময়ে নিজ দেশে ফিরে যেতে হয়। এটিই নিয়ম। ড. মাহদীও তাঁর ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে সম্পাদন করে নিজ দেশে ফিরে যাচ্ছেন। আমরা তাঁর সাফল্য কামনা করছি।
তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা একটি ফুটবল দলের মতো যেখানে দলীয়ভাবে সবাইকে দায়িত্ব পালন করতে হয়। প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের পরিচয় দিলেই দলীয় সাফল্য অর্জিত হয়। একজনের ব্যর্থতায় পুরো দল ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে কাজের মধ্যে বড়-ছোট কোনো ভেদ নেই।
অনুষ্ঠানে ইরান ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস বাদশা বলেন, দুটি বছর যেন খুব দ্রুতই চলে গেছে। ড. মাহদী যখন বাংলাদেশে আসেন তখন থেকেই বিভিন্ন সমস্যার মোকাবিলা করে তাঁকে কাজ করতে হয়েছে এবং তিনি দক্ষতার সাথে সবকিছুকে মোকাবিলা করেছেন। ঢাকাস্থ ইরান ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকাণ্ডে সময় ব্যয় করেছেন এবং পরামর্শ দিয়েছেন। বয়সের তুলনায় তাঁকে অনেক অভিজ্ঞ মনে হয়েছে। তিনি তাঁর অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সাহায্য ও পরিচালনা করেছেন। অধিকাংশ সময় কালচারাল কাউন্সেলরের অনুপস্থিতিতে তাঁকে গুরুদায়িত্ব পালন করতে হয়েছে। আমরা তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
ইরান সাংস্কৃতিক কেন্দ্রের চলচ্চিত্র ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, যে কোনো বিদায়ই অনেক কষ্টের। আজও আমাদেরকে ভারাক্রান্ত মনে ড. মাহদী হোসেইনীকে বিদায় জানাতে হচ্ছে। তিনি একজন দক্ষ ও সক্রিয় কর্মকর্তা ছিলেন যিনি নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে সফলভাবে কর্মতৎপরতা চালিয়েছেন। আমরা তাঁর প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সবশেষে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. হাসান সেহাত ড. মাহদী হোসেইনীর হাতে বিদায়ী সম্মাননা তুলে দেন। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে একটি স্মারক উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মিগণ উপস্থিত ছিলেন।