মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফ্রি ক্যালিগ্রাফি কর্মশালা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০১৯ 

news-image

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শিল্পী সাইফুল্লাহ সাফা’র পরিচালনায় দুই দিনব্যাপী ফ্রি ক্যালিগ্রাফি কর্মশালা ও ডেমনস্ট্রেশন সোমবার থেকে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম আর্টস কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. ছবিহুল আলম। তিনি বলেন, ক্যালিগ্রাফি শুধু দর্শনীয় বিষয় নয়; এর অন্তর্নিহিত বিষয়ও রয়েছে। যেহেতু মানুষের ছবি আঁকার ব্যাপারে ইসলামে নিষেধ রয়েছে সেহেতু মুসলমানরা ক্যালিগ্রাফির দিকে আগ্রহী হয়। ক্যালিগ্রাফি বললে আমরা সাধারণত আরবি ক্যালিগ্রাফি বুঝি। কিন্তু বিভিন্ন ভাষায় ক্যালিগ্রাফি রয়েছে। ইদানিং বাংলা ভাষায়ও ক্যালিগ্রাফি চর্চা হচ্ছে। ক্যালিগ্রাফি শুধু লেখা নয়, এর মধ্যে প্রকৃতি রয়েছে, স্থাপত্য রয়েছে, ভাস্কর্য রয়েছে। এর মধ্যে অনেক প্রতীকী উপাদান রয়েছে। ক্যালিগ্রাফিতে কালার কম্বিনেশনটি খুব জরুরি। এদিক সকলকে মনে রাখা দরকার।

তিনি আরো বলেন, বাংলাদেশে ক্যালিগ্রাফির অবস্থান কাক্সিক্ষত অবস্থায় নেই। আমি আশা করব আপনাদের মাধ্যমে এটি একটি প্রতিষ্ঠিত শিল্পে পরিণত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের ফারসি ভাষা শিক্ষা কোর্সের ইরানি অতিথি শিক্ষক ড. আজীজী।মঙ্গলবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কর্মশালা চলবে।