শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান সব ধরনের রাসায়নিক অস্ত্রের বিরোধী: বাহরাম কাসেমি

পোস্ট হয়েছে: এপ্রিল ৬, ২০১৭ 

news-image

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের কঠোর নিন্দা জানিয়েছে ইরান। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত একটি রাসায়নিক অস্ত্রাগারে বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার একদিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ নিন্দা জানান। সন্ত্রাসীদের অস্ত্রাগারে রাসায়নিক উপাদান মজুদ করা ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

সিরিয়ায় এবারই প্রথমবারের মতো বিষাক্ত গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেনি- এ কথা উল্লেখ করে বাহরাম কাসেমি এ মর্মান্তিক ঘটনায় কোনো কোনো পক্ষের দ্বিমুখী নীতি এবং তড়িঘড়ি সিদ্ধান্তের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হলে তা সমস্যাকে আরো জটিল করে তুলবে। বাহরাম কাসেমি সন্ত্রাসীদেরকে অবিলম্বে নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়েছেন। ইরান সব ধরনের রাসায়নিক অস্ত্রের বিরোধী বলে জানান বাহরাম কাসেমি। সূত্র: পার্সটুডে।