রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান শিগগিরি নতুন প্রজন্মের আরো উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২৪ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, চলতি ফার্সি বছরে তার বাহিনী নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। গত ২০ মার্চ থেকে নতুন ফারসি বছর শুরু হয়েছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের এসব সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি “সর্বাধুনিক মানের এবং ক্ষমতার দিক দিয়ে অতি উন্নত।”

সাবাহিফার্দ ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র উন্নয়নের প্রচেষ্টাকে দেশের টেকসই নিরাপত্তা সৃষ্টির কৌশল হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, এই বাহিনী দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম সারিতে কাজ করে এবং ইসলামি রাষ্ট্র ও সরকারের জন্য টেকসই নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়াররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিরাট অগ্রগতি লাভ করেছে এবং সশস্ত্র বাহিনীকে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ করেছে। পার্সটুডে/