বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-রাশিয়া সামরিক চুক্তি সই: টার্নিং পয়েন্ট বললেন নৌ কমান্ডার 

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সশস্ত্র বাহিনীর একটি চুক্তি হয়েছে যার আওতায় দু দেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। এ সহযোগিতা কয়েকটি ধারাবাহিক প্রকল্পের মাধ্যমে বিস্তৃত হবে। এর মধ্যে একটি কর্মসূচি হচ্ছে- চলতি বছরের শেষ নাগাদ ইরান ও রাশিয়ার নৌবাহীর মধ্যে যৌথ মহড়া।  

পারস্য উপসাগরে ইরানের কিশ দ্বীপে আন্তর্জাতিক সামরিক ডাইভিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডমিরাল খানজাদি এ ঘোষণা দেন।  তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষে এ চুক্তিতে সই করেছেন। তিনি বলেন, এ চুক্তির কিছু ধারা গোপন থাকবে তবে সামগ্রিকভাবে চুক্তিটি দু দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে সই করা হয়েছে। অ্যাডমিরাল খানজাদি এ চুক্তিকে ইরান ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন।পার্সটুডে।