ইরান-রাশিয়া সরিসরি বিমান চলাচল শুরু
পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৬

বাণিজ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইরান রাশিয়ার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করেছে। ইরানের রাজধানী তেহরান থেকে রাশিয়ার আস্ত্রাখানের মধ্যে সরাসরি বিমান চলাচল করবে।
রাশিয়ার ওই দক্ষিণাঞ্চলের শহরটির উদ্দেশ্যে তেহরান থেকে বিমান ছেড়ে যাবে প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা। বাণিজ্যিক যোগাযোগ ছাড়াও সাধারণ যাত্রীরা এ রুটে বিমানে চলাচল করতে পারবে। তাবান এয়ার এ রুটে বিমান পরিচালনা করবে।সূত্র: তেহরান টাইমস