শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-রাশিয়া যৌখ রেলযোগাযোগ প্রকল্পে ব্যয় হবে ৩.৭ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৮ 

news-image

ইরান ও রাশিয়ার মধ্যে ৩ হাজার কিলোমিটার রেলপথ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্যে রুশ প্রতিনিধি দলের নেতা ও সংশ্লিষ্ট রেল পথ নির্মাণ প্রতিষ্ঠানের সিইও আলেকজান্ডার মিশহারিন তেহরানে অবস্থান করছেন। মিশহারিন বলেন, দুটি দেশের মধ্যে এ প্রকল্পে ব্যয় হবে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার।

তেহরানে রুশ প্রতিনিধিদলটি প্রস্তাবিত রেলপথ নির্মাণে বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে আলোচনা করছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে গারমসার-ইঞ্চ বুরুন লাইন। তেহরান-তাবরিজ হয়ে এ রেলপথটি রুশ ভূখন্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।-স্পুটনিক ।