ইরান-যুক্তরাজ্য বাণিজ্য বেড়েছে দেড়শ ভাগ
পোস্ট হয়েছে: মে ৬, ২০১৮
গত ইরানি বছরে যুক্তরাজ্যের সঙ্গে ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের তেল বহির্ভূত বাণিজ্য হয়েছে ইরানের। যা আগের বছরের তুলনায় ১৫৩ দশমিক ৮২ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে ইরানের বিশ্বের ১৪তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য।
ইরানের শুল্ক প্রশাসনের তথ্য মতে, গত বছরে যুক্তরাজ্যে ১৭ হাজার ৯৫২ টন পণ্য সামগ্রী রপ্তানি করেছে ইরান। এ থেকে দেশটির আয় হয়েছে ৪৮ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের চেয়ে ওজনের দিক দিয়ে যা ৯ দশমিক ১৬ শতাংশ ও মূল্যের দিক দিয়ে ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি।
এদিকে, উল্লিখিত সময়ে ইরানে ১ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারের ৩ দশমিক ০৪ মিলিয়ন টন মালামাল রপ্তানি করেছে যুক্তরাজ্য। যা ওজনের দিক দিয়ে আগের বছরের চেয়ে ২০০ দশমিক ৩৬ শতাংশ বেশি এবং মূল্যের দিক দিয়ে ১৬৭ দশমিক ৬৪ শতাংশ বেশি। ইরান প্রধানত যুক্তরাজ্য থেকে খইল, ক্ষেতের ভুট্টা ও সয়াবিন আমদানি করেছে। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।