বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-মার্কিন বাণিজ্য বিনিময় বেড়েছে ৫ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২৩ 

news-image

২০২৩ সালের প্রথম পাঁচ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ২২ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় উল্লিখিত সময়ে দুদেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ৫ শতাংশ।

রোববার ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ কমার্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন মতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বাণিজ্য বিনিময় হয়েছে ২২ দশমিক ৪ বিলিয়ন ডলারের।

২০২৩ সালের প্রথম পাঁচ মাসে ইরানে মার্কিন রপ্তানির পরিমাণ ২১ দশমিক ৯ মিলিয়ন ডলারে পৌঁছায়। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৩৪ শতাংশ বেশি। অন্যদিকে, উল্লিখিত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের রপ্তানি ০ দমমিক ৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। সূত্র: মেহর নিউজ।