ইরান ভ্রমণে লাগবে দুই ডোজ টিকা
পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/03/4098595.jpg)
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি বলেছেন, দেশটিতে প্রবেশকারী যাত্রীদের জন্য দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে এবং একটি নির্ভরযোগ্য করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। শনিবার চলতি ইরানি বছরে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের শেষ বৈঠকে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান।
বৈঠকে ইবরাহিম রাইসি হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাতে সরকারের নীতি-নির্ধারণ এবং জনগণের সহযোগিতার ভূমিকার উপর জোর দিয়ে বলেন, “আমি করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতা ও সমর্থনের জন্য জনগণ, বিশেষজ্ঞ এবং চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাতে চাই।” কোভিড-১৯ কে কোনোভাবেই সমাজে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, “আমরা যদি স্বাস্থ্যবিধি অনুসরণ না করি তবে আমরা আবার এই দুষ্ট ভাইরাসের বিস্তার দেখতে পারি।” সূত্র: মেহর নিউজ এজেন্সি।