সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ভ্রমণে বিদেশী পর্যটকদের লাগবে কোভিড বিমা

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২১ 

news-image

বাধ্যতামূলক নেগেটিভ পিসিআর পরীক্ষার সার্টিফিকেট ছাড়াও করোনাভাইরাস বিমা কিনতে হবে ইরানে আসা আন্তর্জাতিক ভ্রমণকারীদের। বৃহস্পতিবার ইরানের একজন পর্যটন কর্মকর্তা এই ঘোষণা দিয়েছেন। খবর ইরনার।ইসমায়েল বারাত নামে ওই পর্যটন কর্মকর্তা বলেন, বিদেশী পর্যটকদের দেশে প্রবেশ করার সময় বাধ্যতামূলক অনুমোদিত সংস্থাগুলো থেকে করোনাভাইরাস বিমা কিনতে হবে। ফলে ইরানে এসে মহামারিতে আক্রান্ত হলে ১৪ দিনের জন্য তাদের থাকা এবং চিকিৎসা সেবা দেওয়া হবে।ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, টিকা নেওয়ার প্রমাণপত্র বা নেগেটিভ পিসিআর পরীক্ষার সনদের পাশাপাশি এখন থেকে দেশে প্রবেশ করা বিদেশি যাত্রীদের অবশ্যই করোনাভাইরাস বিমা থাকতে হবে। করোনাভাইরাস যুগের আগে পর্যটকরা যে রুটিন বিমা কভারেজ কিনতেন তা থেকে এটা আলাদা। সূত্র: তেহরান টাইমস।