মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-ভেনিজুয়েলা বিশ-সালা সহযোগিতা সনদ স্বাক্ষর

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২২ 

news-image

ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে বিশ-সালা সহযোগিতা সনদ স্বাক্ষর হয়েছে।কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে তেহরান-কারাকাসের মধ্যে গুরুত্বপূর্ণ ওই সনদ স্বাক্ষর হলো। বার্তা সংস্থা ইরান-প্রেস জানিয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, তেল এবং প্যাট্রোকেমিক্যাল খাত, পর্যটন খাত, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষিখাতসহ আরও বহু ক্ষেত্রে কৌশলগত ওই বিশ সালা সনদ স্বাক্ষরিত হয়েছে। শনিবার সকালে ইরান ও ভেনিজুয়েলার প্রেসিডেন্টের উপস্থিতিতে ওই সনদ স্বাক্ষরিত হয়।

আমেরিকাসহ পশ্চিমা সকল চাপ উপেক্ষা করে দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট রায়িসি।

স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির অংশ। ভেনিজুয়েলা সাম্রাজ্যবাদী শত্রুদের চাপানো নিষেধাজ্ঞা দৃষ্টান্তমূলকভাবে প্রতিহত করেছে। বৈঠক শেষে ভেনিজুয়েলার এই দৃঢ় প্রতিরোধের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট রায়িসি।

রায়িসি আরও বলেন: গত ২৪ বছরে আমাদের দেশের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানি জাতি দেশের অগ্রগতির স্বার্থে সেইসব নিষেধাজ্ঞার সমস্যাকে সুযোগে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। রাইসি আরও বলেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ওই ব্যর্থতার কথা হোয়াইট হাউসের মুখপাত্র নিজেই স্বীকার করেছেন। এই স্বীকারোক্তিকে ইরানের জন্য একটি বিজয় এবং শত্রুদের জন্য পরাজয় বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট রায়িসি।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল (শুক্রবার) তেহরান সফরে আসেন। আজ সা’দাবাদ প্রাসাদে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পর ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে আলোচনায় বসেন মাদুরো। পার্সটুডে