ইরান-ভিয়েতনাম বাণিজ্য বেড়েছে শতভাগ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২০
গত ইরানি বছর (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) ইরান ও ভিয়েতনামের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৫০ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই বাণিজ্য বেড়েছে শতভাগ।
ইরান ডেইলিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরান-ভিয়েতনাম জয়েন্ট চেম্বার অব কমার্স এর প্রধান মোস্তাফা মুসাভি বলেন, আগের ইরানি বছর (২১ মার্চ ২০১৭ থেকে ২০ মার্চ ২০১৮) দুদেশের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১৬২ মিলিয়ন ডলার।
তিনি আক্ষেপের সাথে জানান, ওয়াশিংটনের তেহরানের ওপর চাপিয়ে দেওয়া একতরফা অবরোধের কারণে চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর ২০১৯) বাণিজ্য কমতে দেখা গেছে। দুদেশের মধ্যে চলতি বছরের ১৯ মার্চ নাগাদ বাৎসরিক বাণিজ্য দশ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ইরান ডেইলি।