ইরান ভলিবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হলেন কোচ অ্যালেকনো
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভলিবল ফেডারেশন আইআরআইভিএফ এর সাথে চুক্তিবদ্ধ হলেন ভ্লাদিমির অ্যালেকনো। সোমবার তিনি চুক্তিতে সই করেন।
অ্যালেকনোর নেতৃত্বে রাশিয়া ২০০৮ ও ২০১২ অলিম্পিক গেমসে যথাক্রমে একটি ব্রোঞ্জ ও একটি স্বর্ণ পদক লাভ করে। গত সপ্তাহে আইআরআইভিএফ এর টেকনিক্যাল কমিটি ইরান ভলিবল দলের জন্য তাকে নতুন প্রধান কোচ হিসেবে বেছে নেয়।
অ্যালেকনো গত মার্চে ইরান ত্যাগ করা যাওয়া মন্টেনেগ্রিন কোচ আইগোর কোলাকোভিসের স্থলাভিষিক্ত হলেন। তিনি কাজ শুরু করেন ২১ নভেম্বর থেকে। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন তোমাসো তোতোলো। মঙ্গলবার ইরান ভলিবল ফেডারেশন এই ঘোষণা দেয়। সূত্র: তেহরান টাইমস।