সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ভলিবল দলে দেশীয় কোচ নিয়োগে একমত বিশেষজ্ঞরা

পোস্ট হয়েছে: মে ৭, ২০২০ 

news-image

ইরান জাতীয় ভলিবল দলে একজন দেশীয় কোচ নিয়োগের বিষয়ে একমত পোষণ করেছে বিশেষজ্ঞরা। তেহরানের অলিম্পিক অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ইরান ভলিবল ফেডারেশনেরএক বৈঠকে অধিকাংশ বিশেষজ্ঞ ইরানি কোচ নিয়োগে একমত হন।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে ২০২০ অলিম্পিক গেমস বাতিল করায় গেল মার্চের শেষের দিকে কোচ আইগোর কোলাকোভিচের সাথে চুক্তি শেষ করে ইরান ভলিবল ফেডারেশন। কোলাকোভিচের সর্বোত্তম উত্তরাধিকারী খুঁজতেই আজকের বৈঠকে বসেছিল ফেডারেশন।

সোমবার ইসলামি প্রজাতন্ত্র ইরান ভলিবল ফেডারেশনের (আইআরআইভিএফ) প্রধান মোহাম্মাদ রেজা দাভারজানি ভলিবল কোচ, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সাথে এই বৈঠকে মিলিত হন। এসময় তারা মন্টেনেগ্রিন কোচ কোলাকোভিচের স্থানে কাকে নিয়োগ দেয়া যায় সে বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত জানান।

কোচ ও বিশেষজ্ঞরা মনে করেন, একজন ইরানি কোচের দলের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। কিন্তু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের ইরানি কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে অনিচ্ছুক মনে হয়েছে। জাতীয় দল যেহেতু সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমসে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেহেতু তাদের ভেতর এই অনীহা লক্ষ করা গেছে।

দাভারজানি বলেন, জাতীয় দলে একজন ইরানি কোচ নিয়োগ দেয়া হলে তা হবে আমাদের জন্য বিশাল সম্মানের। কিন্তু আমরা অলিম্পিকে মেডেল জিততে যাচ্ছি। তাই আমাদের সবদিক থেকেই বিবেচনা করতে হবে।

ইরানের ২০১৬ অলিম্পিক গেমসে অভিষেক ঘটে এবং ব্রাজিল, ইতালি, আমেরিকা ও রাশিয়ার পরে পঞ্চম স্থান লাভ করে দেশটি।

আসন্ন টোকিও অলিম্পিকের পুল এ তে জাপান, পোল্যান্ড, ইতালি, কানাডা ও ভেনেজুয়েলার মুখোমুখী হবে ইরান। অন্যদিকে পুল বি তে খেলবে ব্রাজিল, আমেরিকা, রাশিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স ও তিউনিসিয়া। সূত্র: তেহরান টাইমস।