ইরান ভলিবল দলের টানা দ্বিতীয় জয়
পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০
অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট ‘এশিয়ান ভলিবল কনফেডারেশন (এভিসি) ২০২০’ এ চীনের পর কাজাখস্তানকে হারাল ইরানের জাতীয় পুরুষ ভলিবল দল। এনিয়ে টুর্নামেন্টটিতে টানা দ্বিতীয় জয় পেল দলটি। এর আগে এভিসির প্রথম ম্যাচে চীন তাইপেকে হারায় ইরান। এভিসি বিজয়ীরা ২০২০ অলিম্পিক ভলিবলে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করবে।
চীনের জিয়াঙমেনে চলমান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সবগুলি সেটে (২৮-২৬, ২৫-১৬, ২৫-১৮) প্রতিপক্ষ কাজাখস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় ঘরে তোলে ইরানি স্কোয়াড।
এর আগে মঙ্গলবার আইগোর কোলাকোভিচের ছেলেরা পুল এ এর ওপেনে প্রতিপক্ষ চীন তাইপেকে ৩-০ (২৫-১৬, ২৫-১৭, ২৫-১৪) সেটে পরাজিত করে। কাজাখস্তানের বিরুদ্ধে ইরানি স্কোয়াডে খেলেন মোজতাবা মির্জাজানপুর, আলী আসগর মোজারাদ, আলী শফিয়েই, পুর্যা ইয়ালি, মুর্তজা শরীফি, ও জাভাদ করিমি।
পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক চীনের বিরুদ্ধে মাঠে নামবেন ইরানি অ্যাথলেটরা। ম্যাচটিতে জয় পেলে টুর্নামেন্টের শীর্ষ চার দলে নিজেদের জায়গা নিশ্চিত করবে ইরান।
এভিসি পুরুষ দলের প্রতিযোগিতায় আটটি দল দুটি রাউন্ড-রবিন পুলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২ জানুয়ারি সেমিফাইনাল পাড়ি দিয়ে ফাইনালে অংশগ্রহণকারী দল অলিম্পিকের টিকিট নিশ্চিত করবে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।