ইরান ভলিবল দলের কোচের দায়িত্ব নিলেন আতায়েই
পোস্ট হয়েছে: আগস্ট ১২, ২০২১

আসন্ন মহাদেশিক চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ইরানের জাতীয় ভলিবল দলের প্রধান কোচের নাম ঘোষণা করা হয়েছে। সাবেক রুশ কোচকে সরিয়ে নতুন কোচ নিযুক্ত হয়েছেন বেহরুজ আতায়েই।
ইরানি ভলিবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বেহরুজ আতায়েই ২০২১ এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে সিনিয়র দলকে পরিচালনা করবেন। উল্লেখ্য, তিনি ইরানি অনূর্ধ্ব-২১ দলেরও কোচ।
২০২০ অলিম্পিকে খারাপ ফলাফলের পর ইরানি ভলিবল দলের প্রধান কোচ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক রুশ কোচ ভিলাদিমির আলেকনো দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তাকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দিলো ফেডারেশন।
এদিকে আতায়েই দায়িত্ব নিয়েই এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই স্কোয়াডে সাইদ মারুদ, আমির গফুর ও মোহাম্মাদ মুসাভির মতো ঝানু খেলোয়াড়রা বাদ পড়েছেন। অন্যদিকে অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়রা আমন্ত্রণ পেয়েছেন এই দলে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।