বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দায় এরদোগান

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৮ 

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আরো নিষেধাজ্ঞা দেয়ার হুমকি অন্যায় ও অসঙ্গত।

সোমবার তুর্কি পার্লামেন্টে দেয়া এক ভাষণে এরদোগান এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আঞ্চলিক ঘটনাপ্রবাহ থেকে ইরানকে বাদ দেয়ার প্রচেষ্টা সমীচীন নয়।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সংলাপের পরিবর্তে ব্ল্যাকমেইল করার যে নীতি মার্কিন সরকার গ্রহণ করেছে তা ভুল ও অন্যায়। আমেরিকার ভুল নীতির কারণে এখন আর বিশ্বের কেউ ওয়াশিংটনকে বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।পার্সটুডে।