ইরান বাঁধ নির্মাণে ৯৫ ভাগ স্বয়ংসম্পূর্ণ: বিশেষজ্ঞ
পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২২

ইরানের পানি ও বিদ্যুৎ সম্পদ উন্নয়ন কোম্পানির সাবেক প্রধান মোহাম্মদরেজা রেজাজাদেহ বলেছেন, তার দেশ বর্তমানে বাঁধ নির্মাণে ৯৫ শতাংশের বেশি স্বয়ংসম্পূর্ণ।
রেজাজাদেহ শনিবার আইআরআইবিকে বলেন, ‘আমরা এখন ইরানে বাঁধের নকশা এবং নির্মাণে ৯৫ শতাংশের বেশি স্বনির্ভর। আমরা কেবল পানিবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য কিছু পার্টস এবং সরঞ্জাম আমদানি করে থাকি’। ইরানি এই কর্মকর্তার মতে, বাঁধ নির্মাণ অন্যান্য কৌশলগত জ্ঞান যেমন পারমাণবিক শক্তি, ন্যানো, স্টেম সেল এবং সামরিক সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ। দেশটির বর্তমান পানির ঘাটতি সমস্যার কথা উল্লেখ করে রেজাজাদেহ বলেন, “দেশের পানি খাতে বিভিন্ন ধরনের রিসোর্স বাস্কেটের ব্যবহারের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন, যেমন পয়ঃনিষ্কাশনের ব্যবহার, সমুদ্রের পানিকে বিশুদ্ধকরণ, গভীর পানির ব্যবহার ইত্যাদি।’’ সূত্র: তেহরান টাইমস।