মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান বছরে ৬০ কোটি ডোজ করোনা টিকা তৈরি করতে সক্ষম

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২২ 

news-image

জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সক্ষমতায় বছরে করোনাভাইরাস প্রতিরোধী ৬০ কোটি ডোজ টিকা তৈরি করতে সক্ষম ইরান। দেশটির  খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান বাহরাম দারাইয়ি এই তথ্য জানিয়েছেন।বুধবার বাহরাম দারাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের মোট ২১টি জ্ঞানভিত্তিক কোম্পানি মাসে ৫ কোটি ডোজ এবং বছরে ৬০ কোটি ডোজ উৎপাদনের জন্য কাজ করছে।ইরান বিশ্বের ষষ্ঠ দেশ এবং পশ্চিম এশিয়ার প্রথম দেশ যারা করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির সক্ষমতা অর্জন করেছে।দেশটিতে এখন পর্যন্ত পাঁচটি করোনাভাইরাস ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদিত হয়েছে। কোভিরান পশ্চিম এশিয়ার প্রথম ভ্যাকসিন যা বিশ্বব্যাপী নিবন্ধনের প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: তেহরান টাইমস।