বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান প্রতিদিন তেল বিক্রি করছে ১০ লাখ ব্যারেলের বেশি

পোস্ট হয়েছে: জুন ৮, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করছে। চলতি বছরের শুরু থেকে এই ধারা অব্যাহত রেখেছে দেশটি। গত ২১ মার্চ নতুন ফার্সি বছর শুরু হয়েছে।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, ইরান প্রতিদিন ২৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে। তারমধ্যে ইরানের শোধনাগারগুলোতে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়। বাকি তেল ইরান রপ্তানি করে। এর সঙ্গে যুক্ত হয় আরো দুই লাখ ব্যারেল হালকা অপরিশোধিত তেল। তাতে সাকুল্যে ইরান প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করছে।

ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর চীন রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে এবং ইরান থেকে তেল আমদানি কমিয়েছে বলে যখন খবর বেরিয়েছে তখন ইরানের পক্ষ থেকে তেল রপ্তানির এই তথ্য তুলে ধরা হলো।

মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও ইরান নিজস্ব ব্যবস্থাপনায় রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছেন যা আমেরিকার জন্য এক ধরনের বিপর্যয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। পার্সটুডে