রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-দক্ষিণ কোরিয়া সাংস্কৃতিক চুক্তি সই

পোস্ট হয়েছে: জুন ২৮, ২০১৮ 

news-image

সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বিকাশে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও দক্ষিণ কোরিয়া। ৩১তম সিউল আন্তর্জাতিক বই মেলায় সমঝোতাটি সই করে দুদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, চুক্তি অনযায়ী, দুই পক্ষ একে অপরের জন্য নিজ নিজ দেশে ১৮ বর্গ মিটারের প্রকাশনা প্রদর্শন কেন্দ্র তৈরিতে সম্মত হয়েছে। তিন বছরের জন্য এই জায়গায় অপর দেশের প্রকাশকদের প্রকাশনা প্রদর্শন করা হবে।

এছাড়া উভয়পক্ষই প্রকাশকদের সুযোগ সুবিধা দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছে ইরনা।

ভিজিটসিউল ডটনেটে বলা হয়, ইরানি প্রকাশকদের অংশগ্রহণে সিউল ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ২০ জুন শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাঙনামের কোয়েক্স কনভেনশন সেন্টারে চলমান পাঁচ দিন ব্যাপী এই মেলার স্লোগান ‘নিউ ডেফিনেশন’।

এবছরের মেলার উদ্দেশ্য হলো অডিও বই ও অন্যান্য ডিজিটাল কন্টেন্ট তৈরিতে মনোনিবেশ করা। এবারের মেলায় অংশ নিয়েছে ২৩৪টি কোরীয় ও ৯১টি বিদেশি প্রকাশক। মেলায় ইরানি প্যাভিলিয়নে ইরান অধ্যয়ন, শিল্প, সমসাময়িক ও শিশু সাহিত্য বিষয়ক বই সহ ধর্মীয় বিভিন্ন বই প্রদর্শন করা হচ্ছে। সূত্র: ইরান ডেইলি।