বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নেবে পাকিস্তান

পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৬ 

news-image

ইরান, পকিস্তানে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। আর এ লক্ষ্যে এ মাসেই দু দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে। ২৫ মার্চ ইসলামাবাদ সফর করবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ঐ সময় দুদেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দুদেশের মধ্যে তিনটি বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষর হবে। গাওয়াদার বন্দরের প্রয়োজন মেটাতে পাকিস্তান ইতোমধ্যে  ইরান থেকে ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। তবে ইরানের ওপর অবরোধ থাকার কারণে ২০১১ সাল থেকে বিদ্যুতের দাম পরিশোধ করতে পারেনি পাকিস্তান। ইতোমধ্যে দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা মনে করছেন বকেয়া বিল পরিশোধের জন্য ব্যাংকিং চ্যানেল খুলে দেয়া হবে শীঘ্রই। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন