শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান থেকে সাড়ে তিন লাখ টন তেল কিনবে তালেবান

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০২২ 

news-image
ইরান থেকে সাড়ে তিন লাখ টন তেল কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার তালেবানের অর্থ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।আফগান অর্থমন্ত্রী জানান, আফগানিস্তানে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে চুক্তি সই হয়েছে।
তালেবান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে, তেল ক্রয়, মূল্য এবং আফগানিস্তানে পেট্রোলিয়াম পণ্যের ট্রানজিট নিয়ে আলোচনা করতে একটি উচ্চ-পদস্থ আফগান প্রতিনিধিদল ইরান সফর করেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সিএনজি চুক্তি স্বাক্ষর, আফগানিস্তানের জন্য পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণের পাশাপাশি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য একটি যৌথ কমিটিও গঠন করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।