ইরান থেকে রুপিতে তেল-বহির্ভূত পণ্য আমদানি করতে চায় ভারত
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২০

আমেরিকার চাপিয়ে দেয়া একতরফা অবরোধের মোকাবেলায় ইরান থেকে তেল-বহির্ভূত পণ্যসামগ্রী আমদানি অব্যাহত রাখতে রুপি-রিয়াল ভিত্তিক পেমেন্ট-প্রক্রিয়া চালু করার উপায় খুঁজছে ভারতের ইউসিও ব্যাংক।
ব্যাংকটির এমডি ও সিইও এ কে গোয়েলের তথ্যমতে, ভারত ইরান থেকে এখন আর তেল আমদানি করছে না। ঋণদাতারা উল্লিখিত পদ্ধতি ব্যবহার করে যাতে অন্যান্য পণ্য আমদানি করতে পারে সেজন্য আলাপ-আলোচনা চলছে।
তিনি বলেন, গত কয়েক মাসে পেমেন্ট অ্যাকাউন্টে কোনো নতুন প্রবাহ নেই। আমরা ওই পেমেন্ট প্রক্রিয়ার আওতায় ফলমূলের মতো অন্যান্য মালামাল আমদানি করার একটি সুযোগ খুঁজছি। আমাদের কিরূপ ভূমিকা হবে তা এখনও ঠিক হয়নি। তবে ইরান ও ভারতের মধ্যে বাণিজ্যর সুযোগ তৈরির প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, আমেরিকার একতরফা অবরোধে ইরান-ভারত ডলারভিত্তিক বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই বাধা থেকে বেরিয়ে আসতে একটি বিশেষ রুপি-রিয়াল বাণিজ্য পদ্ধতি দাঁড় করানোর চেষ্টা করছে ভারত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।