সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান থেকে ট্রাক্টর আমদানি করছে সিরিয়া

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০১৮ 

news-image

ইরান থেকে ট্রাক্টর আমদানি করছে যুদ্ধ বিদ্ধস্ত দেশ সিরিয়া। এলক্ষ্যে ইরানের একটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে সিরিয়ার চেম্বার অব অ্যাগ্রিকালচার ফেডারেশন। আমদানি করা এসব ট্রাক্টর দেশটির কৃষকদের মাঝে বণ্টন করা হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা’র খবরে বলা হয়, অ্যাগ্রিকালচার ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মাদ হুসেইন কেশতো শনিবার বলেছেন, ইরান থেকে আমদানি করা এসব ট্রাক্টর কয়েক দিনের মধ্যে সিরিয়ার সকল কৃষকদের মাঝে যৌক্তিক মূল্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, এসব ট্রাক্টর সিরিয়ার কৃষকদের সম্পূর্ণ মূল্য পরিশোধ অথবা লোনের মাধ্যমে দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ইসলামি ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষকরা ট্রাক্টর নিতে পারবেন। ঋণের অর্থ কিস্তিতে পরিশোধ করা যাবে।

ইরানি এসব ট্রাক্টর আমদানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আল ফাহাদ ট্রেডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, ইরানের তৈরি এই ট্রাক্টরের হর্সপাওয়ার ৪৭ থেকে ৭৫ এর মধ্যে, সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। সিরিয়ার প্রদেশগুলোতে থাকা ডিলারদের মাধ্যমে বিক্রয় পরবর্তী সেবা দেওয়া হবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।