ইরান থেকে কৃষিপণ্য আমদানি করবে ভিয়েতনাম
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০১৮
ভিয়েতনামের বাজারে কৃষিপণ্য রপ্তানি করতে যাচ্ছে ইরান। ইতিমধ্যে তেহরানের এ সংক্রান্ত একটি প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে ভিয়েতনাম। ইরানের কৃষি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান হুমান ফাথি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইরান দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে উদ্ভিদভিত্তিক কৃষিপণ্য রপ্তানির জন্য একটি প্রস্তাব দিয়েছে। তেহরানের এই প্রস্তাবনায় আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দিয়েছে ভিয়েতনামের কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়।
ফাথি জানান, কৃষিপণ্য আমদানির ওপর ভিয়েতনামের আইনে কঠোরতা আরোপ করা আছে। বর্তমানে দেশটির কৃষি বাজারে মাত্র ৪৫টি দেশ তৎপর রয়েছে।
ভিয়েতনাম সরকার নির্ধারিত খাদ্য নিরাপত্তার সকল যোগ্যতা ইরান অর্জন করেছে বলে জানান তিনি।
ইরানি ওই কর্মকর্তা আরও জানান, তার মন্ত্রণালয় ভিয়েতনামে প্রাণিভিত্তিক কৃষিপণ্য রপ্তানির জন্য একটি আবেদন দাখিল করেছে। বর্তমানে আবেদনটি ভিয়েতনাম সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ইরানি কৃষকরা বছরে ১২০ মিলিয়ন টনের অধিক কৃষি, বাগান, প্রাণী, পোল্ট্রি ও মৎস্য পণ্য উৎপাদন করে থাকে। যার কিছু অংশ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে মধ্যপ্রাচ্যের দেশটি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।