ইরান থেকে ইরাকে গ্যাস আমদানী বাড়ছে : ইরাকি মন্ত্রী
পোস্ট হয়েছে: এপ্রিল ২৩, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/04/3057840.jpg)
ইরাকের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, ২০২০ সালের মধ্যে ইরান থেকে ইরাকে গ্যাস আমদানী ১৩ শতাংশ বৃদ্ধি পাবে।ইরাকের স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক আলসুমারিয়া জানিয়েছে, ইরান থেকে ইরাকে গ্যাস আমদানী বাড়ছে এবং আগামী ৯ সাসে তা ১৩ শতাংশে উন্নিত হবে।বর্তমানে দেশটি ইরান থেকে দিনে ২৮ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করে এবং ২০২০ সাল নাগাদ তা ৩২ মিলিয়ন কিউবিক মিটারে উন্নিত হবে।সূত্র জানায় ইরান থেকে আমদানি করা গ্যাস থেকে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেশটি থেকে যদি গ্যাস আমদানি স্থগিত হয়ে যায় তাহলে ইরাকে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।কারণ এই খাতে দেশটির ইরানি গ্যাসের কোন বিকল্প নেই। সূত্র: মেহের নিউজ।