ইরান-তুর্কি গবেষকরা পরিচালনা করছেন ২২টি যৌথ প্রকল্প
পোস্ট হয়েছে: মে ১৪, ২০২০

ইরান ও তুর্কি গবেষকরা ২২টি যৌথ প্রকল্প পরিচালনা করছেন। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের ইরান-তুর্কি সায়েন্টিফিক কো-অপারেশন ওয়ার্কিং গ্রুপের মধ্যকার চুক্তি অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।
২০১৯ সালের গ্রিষ্মের শুরুর দিকে যৌথ প্রকল্পগুলোর আহ্বান জানানো হয়। তখন থেকে ৫ মাসে টিইউবিআইএকে-এমএসআরটি জয়েন্ট কল ২০২০ এর কাঠামোর আওতায় ১৬৪টি গবেষণা পরিকল্পনা পাঠানো হয়। ইরানের বিজ্ঞান মন্ত্রণালয় এই তথ্য জানায়।
প্রতিটি প্রকল্প দুই জন বিজ্ঞানীর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরমধ্য থেকে ২২টি প্রকল্প চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ১ লাখ তুর্কি লিরা ও ৪শ মিলিয়ন ইরানি রিয়াল প্রদান করা হয়। ইরানের বিজ্ঞা্ন, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পোর্টালে গবেষক ও প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি