ইরান-চীন বাণিজ্য সাড়ে ১৪ বিলিয়ন ডলার ছাড়ালো
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৪

২০২৩ সালে ইরান ও চীনের মধ্যে বাণিজ্য ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে আগের বছর ২০২২ সালের তুলনায় বাণিজ্য ৬ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। চায়না কাস্টমস থেকে এই তথ্য পাওয়া গেছে।
উল্লিখিত তথ্যের ভিত্তিতে, দুই দেশ ২০২৩ সালে ১৪ দশমিক ৬৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিনিময় করেছে। ২০২২ সালে দুই দেশের মধ্যে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য হয়।
এদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে চীনে ইরানের রপ্তানি এক বছরের আগের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বাড়তে দেখা গেছে।
চীন জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ইরানে ১০ দশমিক ৭০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস