মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-চীন বাণিজ্য বেড়েছে ৩১ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০১৭ 

news-image

ইরান ও চীনের মধ্যে ২০১৭ সালের প্রথম ছয়মাসে আগের বছরের তুলনায় বাণিজ্য বেড়েছে ৩১ শতাংশ। চীনের কাস্টম অফিসের সবশেষ প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে।

তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ২০১৭ সালের প্রথমার্ধে ইরান ও চীনের মধ্যে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। ২০১৬ সালের একই সময়ের তুলনায় এ সময়ে বাণিজ্য বেড়েছে ৩১ শতাংশ।

এশিয়ার এই দু’দেশের মধ্যে ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ইরানে চীনের রফতানির পরিমাণ বেড়েছে ২৩ শতাংশ। ২০১৬ সালের প্রথম ছয় মাসে ইরানে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের বাণিজ্য করে বেইজিং।

একই সময়ে ইরান থেকে চীনের আমদানি বেড়েছে ৪০ শতাংশ। এ সময়ে চীন আমদানি করেছে ৯ দশমিক ২ বিলিয়ন ডলারের। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইরান থেকে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের আমদানি করেছে চীন। সূত্র: ইরান ডেইলি।