ইরান-চীনের জ্ঞানভিত্তিক কোম্পানির মধ্যে সাত সমঝোতা
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০১৯

ইরান ও চীনের বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চীনা শহর শেনজেনে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
বুধবার দক্ষিণ চীনের শেনজেন শহরে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির উপস্থিতিতে এক অনুষ্ঠানে ইরান ও চীনের বিভিন্ন জ্ঞানভিত্তিক ও বৈজ্ঞানিক কোম্পানি ওই সাতটি চুক্তি সই করে।
চীন সফরে সাত্তারির সফরসঙ্গী ছিলেন দেশটির জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সত্তরের অধিক প্রতিনিধি। ইরানি ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধি দলটি শাংহাইয়ে অনুষ্ঠিত চীনা ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে (সিআইআইই) যোগ দেয়।
সমঝোতাগুলোর মধ্যে একটি স্বাক্ষরিত হয় ইরান ন্যানো কোম্পানি ও চীনের দুই কোম্পানির মধ্যে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের অবকাশে সাত্তারি বলেন, শেনজেনে অনুষ্ঠিত ২১তম চীনা ইন্টারন্যাশনাল হাই-টেক ফেয়ার ইরানি ফার্মগুলোর জন্য ভালো সুযোগ-সুবিধা করে দিয়েছে।
সফরে ইরানি ভাইস প্রেসিডেন্টের চীনের বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।