ইরান ক্যাটামারান সেইলবোট রফতানি করল তুরস্কে
পোস্ট হয়েছে: জুন ৭, ২০১৭
ইরানে নির্মিত ক্যাটামারান সেইলবোট তুরস্কে রফতানি হচ্ছে।দুই পাটাতনবিশিষ্ট সমান্তরাল কাঠামোযুক্ত এ ধরনের সেইল বোট নির্মাণ প্রযুক্তিতে ইরানের সাফল্য চোখে পড়ার মতো। এই সেইল বোটের অধিকাংশ তলাধার পানি থেকে উঁচু স্থানে অবস্থান করে বলে স্বাভাবিকভাবেই এটি গতি লাভ করে বেশি। আধুনিক প্রমোদতরী নির্মাণে এধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সুত্র: তেহরান টাইমস।